স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অধীনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে দিনব্যাপী ফুটবল খেলার মাধ্যমে জেলা প্রশাসন ফুটবল দল তৈরির প্রাথমিক কাজ সম্পন্ন করলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। গতকাল শনিবার চুয়াডাঙ্গা পুরোনো স্টেডিয়ামে জেলা প্রশাসনের অধীনে কর্মরত প্রায় দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ফুটবল খেলে। খেলা চলাকলীন সময়ে জেলা প্রশাসক মাঠে বসে খেলোয়াড়দের খেলা উপভোগ করেন ও পারফর্ম দেখে তাদের নাম লিপিবদ্ধ করেন। এ কাজে সহযোগিতা করেন ডিডি এলজি আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিমউদ্দীন ও সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে। খেলা শেষে দেড় শতাধিক খেলোয়াড়ের মধ্য থেকে আনুষ্ঠানিকভাবে ২২ জন ফুটবলারের নাম ঘোষণা করা হয়। জেলা প্রশাসক নিজে বাছাইকৃত খেলোয়াড়দের নাম ঘোষণা করেন। একই সাথে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, বাছাইকৃত খেলোয়াড়দের অফিস টাইমের আগে প্রতিদিন প্রশিক্ষণ প্রাপ্ত ফুটবল কোচ দিয়ে অনুশীলন করানো হবে। এরপর চূড়ান্ত বাছাইয়ের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের চূড়ান্ত ফুটবল টিম তৈরি করা হবে। এই টিম জেলার অন্যান্য দপ্তরের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহন করবে। এভাবে যদি বছরে দু একটি করে ফুটবল ও ক্রিকেট খেলা যায় তাহলে জেলায় কর্মরত অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যেমন হৃদ্রতা ও বন্ধুত্ব তৈরি হবে, তেমনি অফিসিয়াল কাজের একঘেয়েমিতা দূর হবে। ফলে কাজকর্মে বাড়বে গতি, মন-মেজাজ থাকবে ফুরফুরে। গতকালের বাছাই খেলাগুলো পরিচালনা করেন, শুভসকাল স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহাবুল ইসলাম সেলিম, ফুটবলার মিলন বিশ্বাস ও টিপু সুলতান।