চুয়াডাঙ্গায় কম্পিউটার বেস সিগনালিং ইন্টারলকিং সিস্টেম উদ্বোধন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় কম্পিউটার বেস সিগন্যালিং ইন্টারলকিং সিস্টেমের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ৪টার দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশনে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে কম্পিউটার চালুর মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আজ থেকে আর পুরাতন নিয়মে প্রতিদিন সন্ধ্যায় সিড়িবেয়ে সিগনালে উঠে বাতি জালানো এবং ট্রেন আসা-যাওয়ার আগে ও পর মূহুর্তে সিগন্যালম্যানকে সিগন্যাল ওঠানামা করাতে হবে না। কর্তব্যরত স্টেশন মাস্টার এখন থেকে তার চেয়ারে বসেই সিগন্যাল ও লেভেলক্রসিং নিয়ন্ত্রণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রকল্প পরিচালক বেনু রঞ্জন সরকার। আরও উপস্থিত ছিলেন সহকারী সিগন্যান প্রকৌশলী (দক্ষিণ) আনোয়ারুল ইসলাম, স্পেম অষ্ট্রেলিয়ান কোম্পানির সিনিয়র সিগন্যাল প্রকৌশলী কনসালটেন্ট মোখলেসার রহমান, ইন্ডিয়ান ইরকোন ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রজেক্ট প্রধান শ্যামল বিশ্বাস ও চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার মিজানুর রহমানসহ আরও অনেকে।