কুষ্টিয়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার পোড়াদহে সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচুত্যের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল শনিবার সন্ধ্যায় পোড়াদহ স্টেশন মাস্টার শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকশী-ঈশ্বরদী অঞ্চলের পরিবহন বিভাগের প্রধান শওকত জামিল মহসিনকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে বলা হয়েছে। গত শুক্রবার রাত ৮টার দিকে পোড়াদহ রেলওয়ে জংশনের প্রধান গেটের সামনে ট্রেনটি লাইনচ্যুত হয়।