ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডে একজনই পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান। প্রতারণার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তবে সাধারণ মানুষ বলছে ভুয়া ও জালসনদধারী। তিনি নিজেকে সবার সেরা ডা. হিসেবে প্রমাণ করতে একটি ভিজিটিং কার্ড ছাপিয়ে পল্লিচিকিৎসক সেজেছে। অপরদিকে হরিণাকুণ্ডু প্রাণিসম্পদ অফিসের আইডি কার্ডে প্রাণিসম্পদ কর্মকর্তার স্বাক্ষরিত মো. শরিফুল ইসলাম, এআই টেকনিশিয়ান ৩ নং তাহেরহুদা ইউপি পয়েন্ট লেখে একের ভেতর দুই হতে গিয়ে বরাবরই সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন।
অনুসন্ধানে দেখা গেছে, একটি ভিজিটিং কার্ডের ডা. মো. আলতুনীয়া ইসলাম (উৎপল) পল্লিচিকিৎসক লেখা আছে। সাথে নিজের ছবি ও মোবাইল নম্বর আছে। চেম্বার কোহিনুর ফার্মেসি হাসপাতাল মোড়, হরিণাকুণ্ডু লেখা আছে। আরেকটি আইডি কার্ডে মো. শরিফুল ইসলাম, এআই টেকনিশিয়ান ৩ নং তাহেরহুদা ইউপি পয়েন্ট প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় হরিণাকুণ্ডু লেখা আছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন- এক ব্যক্তি কীভাবে দুই নামে পরিচিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান ডা. মো. আলতুনীয়া ইসলামের (উৎপল) নিজের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। যার কারণে শরিফুল ইসলাম সার্টফিকেট দিয়ে হরিণাকুণ্ডু প্রাণিসম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান ৩ নং তাহেরহুদা ইউপি পয়েন্ট কাজ করছেন। এটা সম্পূর্ণ অন্যায় এবং এর শাস্তিযোগ্য অপরাধ। এর বিচার হওয়া উচিত। এ বিষয় আলতুনীয়া ইসলামের (উৎপল) সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, নিউজ করার দরকার নেই। উপজেলা মোড়ে দেখা করেন। এদিকে শরিফুল ইসলাম সম্পর্কে হরিণাকুণ্ডু প্রাণিসম্পদ দফতরের সুব্রতকুমারের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এখানে নতুন। তার বিষয় বলতে পারবো না। বিয়য়টি প্রশাসন নজরে নেবে এমনটি আশা করে সাধারণ মানুষ।