পীরের আখড়ায় যাওয়ার সময় আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত : আহত ২

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বিনোদপুরে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মিরপুর মহিলা ডিগ্রি কলেজের আয়া রাশিদা খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ মহিলাসহ ৪ জন। গুরুতর আহত এক মহিলাকে উদ্ধার করে দ্রুত হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তারা সকলে পাখিভ্যানে আলমডাঙ্গার শ্রীনগরের গনি শাহ’র দরবারে যাচ্ছিলেন। ওই সময় দ্রুতগামী বেপরোয়া একটি ট্রাক পেছন থেকে পাখিভ্যানকে সজোরে ধাক্কা দিলে সকলে পাখিভ্যান থেকে রোডে ছিটকে পড়েন। আহত সকলের বাড়ি মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়া গ্রামে।

জানা গেছে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গার বিনোদপুর গ্রামের আজিম উদ্দীনের বাড়ির সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় জামজামিগামী একটি যাত্রিবাহী পাখিভ্যানকে পেছনের দিক থেকে ছুটে আসা ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে পাখিভ্যানের সব যাত্রী সড়কের ওপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই রাশিদা খাতুন (৪৫) নামের ২ সন্তানের মা নিহত হন। নিহত রাশিদা খাতুন মিরপুর উপজেলার গোবিন্দগুনিয়ার দেলোয়ার হোসেনের স্ত্রী। তিনি মিরপুর মহিলা ডিগ্রি কলেজের আয়া ছিলেন। আহত হয়েছেন নিহতের মা আছিয়া খাতুন, মামা একরাম হোসেন, একই গ্রামের আবুল কাশেমের স্ত্রী কমলা খাতুন (৬৫) ও পাখিভ্যানচালক বেলগাছি গ্রামের লিয়াকত আলীর ছেলে তরিকুল ইসলাম। এদের মধ্যে কমলা খাতুনের অবস্থা গুরুতর। তাকে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের গাড়ি উদ্ধার করে হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পাখিভ্যানচালক তরিকুলকে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে জামজামি ফাঁড়ি পুলিশ ঘাতক ট্রাকটি (ঝিনাইদহ-ট-১১-০৬৮১) জামজামি বাজার থেকে আটক করেছে। অজ্ঞাত ট্রাকচালক পালিয়ে গিয়েছে। আলমডাঙ্গা থানার পুলিশ পরির্দক (তদন্ত) লুৎফুল কবীর নির্দেশে জামজামি পুলিশ ক্যাম্পের আইসি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান। এ ঘটনায় নিহতের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেছেন।