পদ্মার খালে গোসলে নেমে তিন বোনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীর শাখা খালে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চরসাদীপুর ইউনিয়নের উত্তর সাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মরিয়ম খাতুন (৮), সালমা খাতুন (৬) ও লাবণী খাতুন (৪)। নিহত মরিয়ম সাদীপুর গ্রামের শফি উদ্দিনের কন্যা এবং সালমা ও লাবণী কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের সাইদুল ইসলামের কন্যা। নিহতরা সম্পর্কে খালাতো বোন। জানা যায়, মামার বিদেশ যাত্রা উপলক্ষে পিতা-মাতার সাথে ওই শিশুরা নানা ইউনুস সেখের বাড়িতে এসেছিলো। সেখানে আপন দুইবোন সালমা ও লাবণীসহ তাদের খালাতো বোন মরিয়ম পদ্মার শাখা খালে গোসল করতে নেমে তলিয়ে যায়। পানিতে তাদের ডুবে যাওয়ার দৃশ্য দেখে পদ্মা পাড়ের দুই শিশু দৌড়ে বাড়িতে যায়। খোঁজাখুঁজির এক ঘণ্টা পর এলাকার লোকজন ও স্বজনরা ওই তিন শিশুর লাশ উদ্ধার করে। তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।