নেহালপুরে আকবার মাস্টার স্মৃতি ফুটবলে মিতালি সংঘ জয়ী

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের নেহালপুর স্কুলমাঠে নেহালপুর মিতালি সংঘের আয়োজনে ১৬ দলের আকবার মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার ৬ষ্ঠ খেলায় নেহালপুর মিতালি সংঘ ও আলমডাঙ্গা একাদশ মুখোমুখি হয়। খেলায় নেহালপুর মিতালি সংঘ ২-০ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন রানা, নিপুন ও আলো। এ সময় উপস্থিত ছিলেন বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, নুরুল আমিন, আব্দুল্লাহ, আবুল কাশেম মেহেদি হাসান প্রমুখ।