জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে কার্পাসডাঙ্গায় নানা আয়োজনের প্রস্তুতি

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় নানা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে। আগামীকাল রোববার কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন করবে। বেলা সাড়ে ৩টার দিকে নজরুলের প্রতিকৃতিতে পুষ্প অর্পণের মধ্যদিয়ে দিবসটির কর্মসূচি শুরু করা হবে। এরপর সাড়ে ৩টার দিকে কার্পাসডাঙ্গায় মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্সে ভবনে আলোচনাসভার আয়োজন করা হয়েছে। আলোচনাসভায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। আলোচনাসভায় উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হাসান, উপজেলা আ.লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু, পারকৃষ্টপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মুন্সি আবু সাইফসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এরপর সাড়ে ৪টার দিকে কাজী নজরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। বিকেল ৫টার দিকে নজরুল শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা করা হবে।