গিয়াস উদ্দীন সেতু: গতকাল শুক্রবার বিকেল ৪টায় ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চণ্ডিপুর বাজার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গান্না ইউপি চেয়ারম্যান মো. নাছির উদ্দীন মালিথা। ঝিনাইদহ প্রেসক্লাব সহসভাপতি আসিফ ইকবাল কাজল কবুতর উড়িয়ে খেলার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় কামরুজ্জামান মীর, আব্দুল মালেক, রায়হান উদ্দীন মালিথা, সারোয়ার হোসেন, মুন্না। আয়োজকদের পক্ষে তোফাজ্জেল হোসেন বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন জোয়ার্দ্দারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলো। চণ্ডিপুর বাজার ফ্রেন্ডস স্পোর্স্টিং ক্লাবের সৌজন্যে জাহিদুল ইসলাম এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ঝিনাইদহ জেলার ৮টি দল অংশগ্রহণ করছে। খেলায় কোটচাঁদপুর খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশ ৪-০ গোলে হরিণাকুণ্ডুকে পরাজিত করে। কোটচাঁদপুরের পক্ষে সাব্বির ২টি, সুমন ১টি ও তাইবু ১টি করে গোল করেন।