দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কার্পাসডাঙ্গা স্কুলমাঠে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও কার্পাসডাঙ্গা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দিতাপূর্ণ ওই ম্যাচে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে জয়লাভ করে। দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড ইমরান একমাত্র জয়সূচক গোলটি করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলায় রেফারি ছিলেন শহিদ আজম সদু।