ইন্টারন্যাশনাল আরচারিতে বাংলাদেশের স্বর্ণ জয়

মাথাভাঙ্গা মনিটর: কিরগিজস্তানে চলমান রিকার্ভ ইন্টারন্যাশনাল আরচারি চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে সোনা জিতেছেন বাংলাদেশের রুমান সানা। সুপারা চুনকারচকে ফাইনালের লড়াইয়ে রাশিয়ান আরচার আলেক্সি নিকোলায়েভকে ৬-০ ব্যবধানে হারিয়েছেন তিনি। রিকার্ভ ইন্টারন্যাশনাল আরচারি প্রতিযোগিতায় রুমান সানা ছাড়াও নারী আরচার বিউটি রায় অংশ নিয়েছেন। এর আগে বাংলাদেশ মিশ্র দ্বৈতে সেমিফাইনালে হেরে গেছে।