সাবধান! ঘুরে ফিরেই ওরা উঁকি দিচ্ছে অন্দরে

হাসাদহ প্রতিনিধি: সাবধান! আশে পাশেই ঘুর ঘুর করছে প্রতারক। ঘুরে ফিরেই ওরা উঁকি দিচ্ছে অন্দরে। ঘাড়ে ফেলছে শ্বাস। সুযোগ পেলেই করছে সর্বনাশ। কখনো ব্যাংক কর্মকর্তা, কখনো দেবতার দূত বা জিনের বাদশা সেজে টাকা কড়ি হাতিয়ে নিয়ে সটকে পড়ছে চোখের পলকে। সম্প্রতি জীবননগরের রায়পুর কামারপাড়ায় ব্যাংকের অফিসার সেজে বাড়ি ঢুকে গৃহকর্তার ন্যাশনাল পরিচয়পত্র খোঁজার অজুহাতে আলমারির ড্রয়াল থেকে হাতিয়ে নিয়েছে নগদ ১৫ হাজার টাকা। গৃহকর্তা বাড়ি ফিরে টাকা না পেয়ে দিশেহারা।

জানা গেছে, রায়পুর কামারপাড়ার বসুদেব বিশ্বাস গত শুক্রবার বাড়ি ছিলেন না। এই সুযোগে তার বাড়িতে যান এক প্রতারক। নিজেকে ব্যাংক অফিসার বলে পরিচয় দিয়ে বসুদেবের ছেলেকে বলে, ব্যাংক থেকে এসেছি। তোমার বাবার ব্যাংকে একটি একাউন্ট রয়েছে। ওই একাউন্টে অনেক টাকা রয়েছে। একাউন্ট ঠিক করার জন্য তোমার বাবার ভোটার আইডি কার্ড দরকার। এ কথা শুনে গৃহকর্তার ছেলে সরল বিশ্বাসে ব্যাংক অফিসার সাজ প্রতারককে বাড়ি ঢোকার সুযোগ দেয়। ঘরের ভেতরের আলমারির ড্রয়াল খুলে যখন ছেলে বাবার ভোটার আইডি কার্ড খুঁজতে শুরু করে তখন প্রতারকও ঘরে ঢুকে সহযোগিতা করার ভান করে। এরই মাঝে ড্রয়ারে কাগজের নিচে রাখা ১৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক। সটকে পড়ে। বাড়ি ফিরে গৃহকর্তা যখন ব্যাংক অফিসারের কথা শোনেন, তখন ড্রয়ার হাতড়ে দেখেন সর্বনাশ হয়ে গেছে। ড্রয়ারে রাখা টাকা নেই।