মাথাভাঙ্গা মনিটর: ক্রিস্টিয়ানো রোনলদোর নৈপূণ্যে ইতালির ক্লাব ফিওরেন্তিনাকে হারিয়ে সান্তিয়াগো বার্নাব্যু ফুটবল ট্রফি জিতলো স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গতরাতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল ২-১ গোলে হারায় ফিরওরেন্তিনাকে। ম্যাচে নিজে গোল করে সতীর্থকে দিয়ে গোলও করান রোনালদো। প্রতিই বছরই ফুটবল মরসুম শুরুর দিকে রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি সান্তিয়াগো বার্নাব্যু’র নামে একটি ম্যাচে অংশ নেয় রিয়াল। প্রতি বছরই কোনো না, কোনো দল রিয়ালের প্রতিপক্ষ হয়। এবার রিয়ালের আমন্ত্রণে সাড়া দিয়ে প্রতিপক্ষ হিসেবে নাম লেখে ফিওরেন্তিনা। এবারের আসরটি ৩৯তম আসর।
প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে শুরুটা দুর্দান্ত ছিলো ফিওরেন্তিনার। ৪ মিনিটে রিয়ালের সীমানায় ডি-বক্সের মধ্যে কাছাকাছি থেকে তীব্র শটে গোল করে ফিওরেন্তিনাকে এগিয়ে দেন মিডফিল্ডার জর্দান ভেরেতুত। দুর্দান্ত শুরুতে ম্যাচের শুরু থেকেই আনন্দে আত্মহারা ফিওরেন্তিনা। কিন্তু সেটি বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। কারণ ৩ মিনিট পরই গোল পরিশোধ করে ফেলে রিয়াল মাদ্রিদ। বাঁ-প্রান্ত দিয়ে বল পেয়ে তরুণ স্ট্রাইকার বোরহা মায়োরালের উদ্দেশে বল বাড়িয়ে দেন রোনালদো। বল পেয়ে সুযোগটা কাজে লাগিয়েছেন মায়োরাল। গোল করে রিয়ালকে সমতায় ফেরান তিনি।
এরপর স্কোরলাইন দ্বিগুণ করতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে রিয়াল। আক্রমণের ধার বাড়িয়ে ফিওরেন্তিনাকে চাপে ফেলে দেয় তারা। এতে কোনঠাসা হয়ে পড়ে সফরকারীরা। সেই সুযোগে গোল করেন রিয়ালের সুপারস্টার রোনালদো। ৩৩ মিনিটে ডিফেন্ডার তিও এরনদেজের পাস থেকে বল প্রতিপক্ষের জালে পাঠান রোনালদো ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত এই স্কোর লাইন ধরে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।