মেহেরপুর অফিস: মেহেরপুর সিনিয়র বিচারিক হাকিম মো. ছানাউল্ল্যার বিষয়ে ব্যবসায়ী সমিতির চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয় উভয় পক্ষের মধ্যে আলোচনার পর ব্যবসায়ী সমিতি আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করেছেন।
মেহেরপুর শহরের ফুল ব্যবসায়ী টুটুল মিয়াকে মারধরের অভিযোগে ব্যবসায়ীরা মঙ্গলবার সন্ধ্যায় কর্মসূচি ঘোষণা করেন। সে অনুযায়ী বুধবার সকালে প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিচারককে অপসারণের দাবি জানান ব্যবসায়ী নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার পুনরায় কর্মসূচি ঘোষণার কথা বলেছিলেন ব্যবসায়ী সমিতি নেতৃবৃন্দ। তবে উভয় পক্ষের সমঝোতা আলোচনার পর গতকাল সন্ধ্যায় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়। সভায় মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. পল্লব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বড় বাজার ও হোটেল বাজার ব্যবসায়ী সমিতির পক্ষে বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, প্রচার সম্পাদক সাফুয়ান আহম্মেদ রুপক ও সাংগঠনিক সম্পাদক টোটন মিয়া সভায় প্রতিনিধিত্ব করেন।
ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ জানান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে টুটুলের বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হয়। তিনি ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন। ওই আশ্বাসে আমরা বিচার বিভাগের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি স্থগিত করেছি।
এদিকে আদালতের সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যে বলা হয়েছে- সিনিয়র বিচারিক হাকিম মো. ছানাউল্ল্যাহকে জড়িয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর মিডিয়ায় প্রকাশিত হয়েছে সে সংক্রান্তে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে ব্যবসায়িক নেতৃবৃন্দের আলোচনা হয়। বিষয়টি নিতান্তই ভুল বোঝাবুঝি মর্মে উভয়পক্ষ অনুধাবন করায় তাৎক্ষণিক উভয় পক্ষের আলোচনায় সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির গৃহীত কর্মসূচি স্থগিত করা হয়েছে।