স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা ও হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বায়তুল আমান জামে মসজিদের খতিব হাফেজ আব্দুল মজিদ ও বেলগাছি মাদরাসার হেফজখানার শিক্ষক হাফেজ হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এবিএম রবিউল ইসলাম। এ সময় বাংলাদেশের স্বাধীনতাসহ প্রতিটি সংগ্রামে বঙ্গবন্ধুর ভূমিকার কথা তুলে ধরে বক্তারা বলেন, বঙ্গবন্ধু না থাকলে দেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। তাই বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবি জানান তারা। পরে হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এবার জেলার ৪ উপজেলার মোট ১শ’ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেন। এরমধ্যে ক’ বিভাগে প্রথম হয়েছেন দর্শনা রামনগরের মোহাম্মদ আলী, দ্বিতীয় হয়েছেন চুয়াডাঙ্গা হক পাড়ার আহসানুজ্জামান ও তৃতীয় হয়েছেন আলমডাঙ্গা হারদীর মাহফুজুর রহমান। খ’ বিভাগে প্রথম হয়েছেন বুজরুকগড়গড়ী মাদরাসার মনিরুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন সাখারিয়া মাদরাসার সামসুদ্দীন ও তৃতীয় হয়েছেন বেলগাছি মাদরাসার ফিরোজ কবীর। এছাড়া গ’ বিভাগে প্রথম হয়েছেন বুজরুকগড়গড়ী মাদরাসার আবুজর গিফারী, দ্বিতীয় হয়েছেন একই মাদরাসার আব্দুল্লা আল মামুন এবং গয়েশপুর মাদরাসার মাহবুবুর রহমান তৃতীয় হয়েছেন। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।