আলমডাঙ্গা ব্যুরো: বিয়ে বিচ্ছেদের পর প্রাক্তন স্ত্রীকে অমানসিক নির্যাতন করে ৩ বছরের শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আলমডাঙ্গা আঠারখাদার মোহন আলীর (২৫) বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, ৫ বছর আগে আলমডাঙ্গার আঠারখাদা গ্রামের মকছেদ আলীর ছেলে মোহন আলীর সাথে একই উপজেলার অভয়নগর গ্রামের আবুল কাশেমের মেয়ে কাজলী খাতুনের বিয়ে হয়। মিতা নামের তাদের ৩ বছরের একটি শিশুকন্যা রয়েছে। দেড়মাস আগে পারিবারিক আলোচনার মাধ্যমে তাদের বিয়ে বিচ্ছেদ ঘটে। নিয়মানুযায়ী শিশুকন্যাকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে কাজলী খাতুন পিতার বাড়ি গিয়ে ওঠেন। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার হঠাত করে মোহন আলী ও তার মা মঞ্জিরা খাতুন কাজলী বেগমের পিতার বাড়ি গিয়ে হাজির হন। সে সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না। মোহন আলী ও তার মা শিশুকন্যা মিতাকে জোর করে কাজলী খাতুনের নিকট থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে কাজলী খাতুন তাতে বাধ সাধেন। এতে ক্ষুদ্ধ হয়ে মোহন ও তা মা ঝাঁপিয়ে পড়েন কাজলী খাতুনের ওপর। অমানসিকভাবে শারীরিক অত্যাচার করে শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে যায় তারা। কাজলী খাতুনও তাদের পেছন পেছন রাস্তায় দৌড়ে গেলে তাকে সড়কের পিচের ওপর হাত ধরে টেনে হেঁচড়ে নিয়ে বেড়ানো হয়। এতে শরিরের বিভিন্ন স্থানে চামড়া উঠে রক্তাক্ত জখম হয়েছেন কাজলী খাতুন। এ ঘটনায় কাজলী খাতুন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।