মহেশপুর আরডিসির উদ্যোগে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান

মহেশপুর প্র্রতিনিধি: মহেশপুরে মানবাধিকার সংগঠন আরডিসির কার্যালয়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমানের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা প্রশাসক জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ আহম্মেদ কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আইনাল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ। উল্লেখ্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় আরডিসি সংস্থা ৩১ জন ছাত্র ছাত্রীদের মধ্যে বাৎসরিক এককালীন প্রত্যেককে ৬ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করেছে।