দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা পরপর তিনদিনের ব্যবধানে ফেনসিডিলসহ ৪ জনকে আটক করেছে। মামলা দায়ের করেছে ১৬ জনের বিরুদ্ধে। মাদকবিরোধী অভিযান রেখেছে অব্যাহত। আবারও মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলসহ আটক করেছে ঈশ্বরচন্দ্রপুরের সাইদুর নামের অভিযুক্ত মাদক কারবারিকে। তার বিরুদ্ধে থানায় ফের দায়ের করা হয়েছে মামলা। গত মঙ্গলবার রাত ৮টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের নায়েক নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ঈশ্বরচন্দ্রপুর গোরস্তানপাড়ার সিরাজ উদ্দিনের ছেলে সাইদুর রহমানকে আটক করে দেহ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৫ বোতল ফেনসিডিল। ২ দিন আগে বিজিবির দায়েরকৃত মামলার পালাতক আসামি ছিলো সাইদুর। ২ দিনের ব্যবধানে সাইদুরের বিরুদ্ধ দায়ের করা হলো দুটি মাদক মামলা। ওই রাতেই নায়েক নজরুল ইসলাম বাদী হয়ে সাইদুরের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।