কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি শুরু হচ্ছে। এদিনই সকাল ১০টার মধ্যেই আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৬ আগস্ট হতে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ঈদের ছুটি। তবে ২৪ ও ২৫ আগস্ট সাপ্তাহিক ছুটি হওয়ায় আজ থেকেই ছুটি শুরু হচ্ছে। ঈদের ছুটি ৬ আগস্ট শেষ হলেও পরের দুইদিন ৭ ও ৮ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি হওয়ায় ৯ সেপ্টেম্বর হতে যথারীতি ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ। ছুটি শেষে আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৯টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক মিজানুর রহমান।