মেহেরপুর আমঝুপিতে বাল্যবিয়ে প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আমঝুপি প্রতিনিধি: বাল্যবিয়ে প্রতিরোধে সমাজ ভিত্তিক শিশু শুরক্ষা এবং শিশু বান্ধব স্থানীয় সরকার ব্যবস্থা বাস্তবায়ন বিষয়ক এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আমঝুপি ইউনিয়ন পরিষদ মাওলানা ভাষানী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সেভ দ্যা চিলড্রেনের সহায়তায় আমঝুপি ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক খায়রুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান ও সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন। সভায় স্থানীয় সরকার প্রতিনিধি, শিশু কিশোর সংগঠনের প্রতিনিধিসহ এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।