চাঁদা চেয়ে না পেয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন ইউপি সদস্য নজরুল ইসলামের

আলমডাঙ্গা ব্যুরো: চাঁদা চেয়ে না পেয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করার প্রতিবাদ জানিয়ে সংবাদসম্মেলন করলেন কুমারী ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম। গতকাল সোমবার তার নিজ বাসভবনে লিখিত সংবাদ সম্মেলন উল্লেখ করেন, তিনি ৩ বারের  নির্বাচিত কুমারী ইউপি সদস্য। গত ৫/৬ মাস পূর্বে তাদের পারিবারিক সম্পত্তির উপর থাকা একটি খইফল গাছ ঝড়ে  তার বসতবাড়ি সংলগ্ন বাড়ির যাবার রাস্তার উপর পড়ে যায়। যার ফলে তার বাড়ি যাবার রাস্তাও বন্ধ হয়ে যায়। গত ১৫ আগস্ট গাছের ডাল পালা কাটার সময় আলমডাঙ্গা গোবিন্দপুর এক্সেঞ্জপাড়ার ইসলাম হোসেনের ছেলে কাইরুল মামুন (৩৮) নিজেকে পশ্চিমাঞ্চল পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ছবি তোলে। এক পর্যায়ে কাইরুল মামুন ২ হাজার টাকা দাবী করে জানায় টাকা না দিলে তার বিরুদ্ধে সরকারি গাছ গাটার অভিযোগ পত্রিকার সংবাদ প্রকাশ করে দেবে। টাকা দিতে অস্বীকার করেল সে বিভিন্ন রকম হুমকি দিয়ে চলে যায়। পরদিন পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে। তার এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ সংবাদ সম্মেলন করেন।

এদিকে নজরুল মেম্বার সাংবাদিক সম্মেলন ছাড়াও আলমডাঙ্গা থানায় কাইরুল মামুনের বিরুদ্ধে জিডি করেছেন।