জীবননগরের উথলীতে শত্রুতামূলক কৃষকের লাউক্ষেত বিনষ্ট করেছে দুর্বৃত্তরা

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী গ্রামের কাটাখালী মাঠে দুর্বৃত্তরা দুই বিঘা জমির লাউক্ষেত শত্রুতামূলক কেটে বিনষ্ট করে দিয়েছে। এতে ওই কৃষকের অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক উথলী গ্রামের আব্দুল মালেক জানান, ২০ হাজার টাকা দিয়ে দু বিঘা জমি ইজারা নিয়ে তিনি ৩ মাস আগে ওই জমিতে লাউ চাষ শুরু করেন। জমি চাষ থেকে শুরু করে বীজ বপন, বান (মাচা) তৈরি, সার, কীটনাশক ও কামলা বাবদ এ পর্যন্ত তার লক্ষাধিক টাকা খরচ হয়েছে। সম্প্রতি ক্ষেত থেকে লাউ তোলা শুরু হয়েছে। আগামী তিন মাস পর্যন্ত উৎপাদিত লাউ বিক্রি করলে তার খরচ বাদে তিন লাখ টাকা লাভ হতো। কিন্তু শুক্রবার রাতে দুর্বৃত্তরা তার সব লাউগাছ গোড়া থেকে কেটে দিয়েছে। গতকাল শনিবার সকালে আব্দুল মালেক জমি পরিচর্চা করতে গিয়ে দেখেন দুর্বৃত্তরা তার সব লাউগাছ কেটে দিয়েছে। এ ঘটনায় সে দিশেহারা হয়ে পড়েছেন। এ ঘটনায় তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।