সুবদিয়া পূর্বপাড়া জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সুবদিয়ার পূর্বপাড়া জামে মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান হাজি আশাদুল হক বিশ্বাস আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউপি চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, সুবদিয়া পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি হাজি আব্দুল হামিদ বিশ্বাস, গোলাম সারোয়ার জোয়াদ্দার হিমু, মোস্তাফিজুর রহমান, সাজিবার রহমান, মানু বিশ্বাস, আব্দুর রহিম ম-ল, জাহিদ হাসান পিকুল, নাসির উদ্দিন, সুবদিয়া পূর্বপাড়া জামে মসজিদের পেশ ঈমাম মাও. ইকরামুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পদ্মবিলা ইউপির সাবেক মেম্বার আব্দুর রহমান।

Leave a comment