মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইউনিয়নের প্রয়াত সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সভাপতি আহসান হাবিব সোনা ও সাধারণ সম্পাদক মতিয়ার রহমান উপস্থিত থেকে প্রয়াত ৬ সদস্যের পরিবারের মাঝে নগদ ২ লাখ ১০ হাজার টাকা তুলে দেন। এ সময় অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, সহসম্পাদক এরশাদ আলী, প্রচার সম্পাদক সেন্টু, সহসাংগঠনিক সম্পাদক নাজাত আলী, শ্রমিক কল্যাণ সম্পাদক শাখাওয়াত হোসেন সবুজ, অফিস সহকারী নাসিম খান প্রমুখ।