মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আলোচনাসভা ও মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের মধ্যদিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের ৪২তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের বড়বাজারে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাড. আব্দুস সালাম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ভাষা সৈনিক ইসমাইল হোসেন, সদস্য আব্দুর রব বিশ্বাস, ইউপি সদস্য বদর উদ্দিন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজা আহমেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, সদর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউপি সদস্য সানোয়ার হোসেন, ইউপি সদস্য আনছার আলী, আওয়ামী লীগ নেতা মাহাতাব আলী, মিজানুর রহমান বকুল, আনোয়ারুল ইসলাম, যুবলীগ নেতা শামিম বিশ্বাস, সাইদুর ইসলাম উপস্থিত ছিলেন। পরে সেখানে দোয়া পরিচালনা করেন গোভীপুর জামে মসজিদের ইমাম আনিছুর রহমান। দোয়া শেষে কাঙালি ভোজের খাবার বিতরণ করা হয়।