মাথাভাঙ্গা মনিটর: নেইমারকে বার্সেলোনায় রাখার জন্য কম চেষ্টা করেননি লিওনেল মেসি। শেষ চেষ্টা হিসেবে আর্জেন্টাইন ফরোয়ার্ড কথা দিয়েছিলেন, নেইমারকে তিনি ব্যালন ডি’অর জিতিয়ে দেবেন। তাতেও ব্রাজিলীয় ফরোয়ার্ডের মন গলেনি। ২২২ মিলিয়ন ইউরো বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’তে নেইমার শেষতক ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে বার্সেলোনার প্রাক-মরসুম সফরে নিউজার্সির একটি হোটেলে নেইমারের সঙ্গে কথা বলেছিলেন মেসি।
সেসময় আর্জেন্টাইন তারকা নেইমারকে বোঝানোর চেষ্টা করেন বার্সেলোনা না ছাড়ার জন্য। আমি তোমাকে ব্যালন ডি’অর খেতাব এনে দেবো, শেষ চষ্টো হিসেবে একথা বলেছিলেন মেসি। তুমি কী চাও? ব্যালন ডি’অর চাও, এই তো? আমি তোমাকে এই পুরস্কার জিতিয়ে দেব। তুমি থাকো’, অনুনয়ের সুরে মেসি একথা বলেছিলেন নেইমারকে। তাতে কোনো লাভ হয়নি। কেননা, ব্রাজিলীয় ফরোয়ার্ড আগেই বার্সেলোনা ছাড়ার পাকা সদ্ধিান্ত নিয়ে ফেলেছিলেন এবং সেটি মেসির বিয়ের অনুষ্ঠানেই। গত ১ জুলাই আর্জেন্টিনার রোজারিও মেসির বিয়ের অনুষ্ঠানে দানি আলভেসের সঙ্গে কথা বলার পর নেইমার পিএসজিতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।