মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ সফরকে সামনে রেখে দেশের মাটিতে তিনদিনের অনুশীলন ম্যাচে দাপট দেখিয়েছে অস্ট্রেলিয়া দলে থাকা ও দলের বাইরের স্পিনাররা। ডারউইনে বাংলাদেশ সফরে আসার আগে অস্ট্রেলিয়ার স্কোয়াড দু’ভাগে বিভক্ত হয়ে অনুশীলন ম্যাচে অংশ নেয়। অধিনায়ক স্টিভেন স্মিথ একাদশ ও ওয়ার্নার একাদশ মুখোমুখি এই অনুশীলন ম্যাচে। সেই লড়াইয়ে ২১৮ রানে জয় পায় ওয়ার্নার একাদশ। ৩৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে এ্যাস্টন আগার, জন হল্যান্ড, নাথান লিওনের’র স্পিন বিষে ১৪২ রানেই গুটিয়ে যায় স্মিথ একাদশ। আগার ১২ ওভারে ৬৫ রানে ৪ উইকেট ও লিওন ২৬ রানে ২ উইকেট নেন। বাংলাদেশ সফরের জন্য ঘোষিত স্কোয়াডে নেই হল্যান্ড। তারপরও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন হল্যান্ড। ১১টি ডেলিভারিতে মাত্র ১ রানে ৪ উইকেট নেন তিনি।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। ২০০৬ সালের পর আবারো বাংলাদেশ সফর করবে অসিরা। মূল লড়াইয়ে নামার আগে নারায়ণগঞ্জের ফতুল্লায় ২২ ও ২৩ আগস্ট একটি অনুশীলন ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এরপর আগামী ২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।