জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা’র কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার পৌর মেয়র জাহাঙ্গীর আলম নতুন ভাতাভোগীদের মাঝে এ কার্ড বিতরণ করেন।
পৌরসভাসূত্রে জানা যায়, পৌরসভার ৯ ওয়ার্ড থেকে নতুন করে ৬১ জনকে ভাতা’র আওতায় আনা হয়েছে। এর মধ্যে ২৮ জনকে বয়স্ক ভাতা, ৯ জনকে বিধবা ভাতা ও ২৪ জনকে প্রতিবন্ধী ভাতা’র কার্ড প্রদান করা হয়। ভাতা’র কার্ড বিতরণকালে পৌর সচিব জায়েদ হোসেন, পৌর কাউন্সিলর আপিল মাহমুদ, সাইদুর রহমান, আতিয়ার রহমান, সোয়েব আহমেদ অঞ্জন, আবুল কাশেম, খন্দকার আলী আযম, হযরত আলী, ওয়াসিম রাজা ও আফতাব উদ্দিন, মহিলা কাউন্সিলর মাহফুজা পারভীন বিউটি, পরিছন খাতুন ও রিজিয়া খাতুন এবং সমাজসেবা অধিদফতরের প্রতিনিধি শিল্পি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।