মেহেরপুর অফিস: মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার ইমরানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে কলেজ মোড় থেকে বাসস্ট্যান্ড সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এ সময় কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হেসেন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম, দফতর সম্পাদক সাজেদুর রহমান সেতু, নাহিদুজ্জামান শোভন, বায়েজিদ হোসেনসহ কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলে অংশ নেয়। মিছিল শেষে কলেজ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।
উল্লেখ্য, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার ইমরান মঙ্গলবার রাতে মেহেরপুর জেনারেল হাসপাতালে রোগী দেখতে গেলে একদল সন্ত্রাসি তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।