ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা ডিঙ্গেদহ বাজারে দোকানের মালিকসহ ৭ জনের জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা সদর নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে পরিচালনায় ডিঙ্গেদহ বাজারে মার্টিন হিরোকের নির্মাধীন বিল্ডিংয়ের সামনে জনসাধারণের রাস্তা দখল করে ইট, বালু, খোয়া রাখার অপরাধে ২ হাজার, বেষ্ট ইঞ্জিনিয়ার এর মালিক নাজমুল হোসেনকে সরকারি অনুমতি ছাড়া দোকানের সামনে জনসাধাণের চলাচলের জায়গা দখল করার অপরাধে ১ হাজার, সরকারি যাত্রী ছাউনিতে অবৈধভাবে তোশক তৈরিসহ চায়ের দোকান অনুমতি বিহীন দেয়ার অপরাধে উভায়ে ৫শ করে ১ হাজার, মোটরসাইকেলে তিন আরোহীসহ কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালানোর অপরাধে খাসকররার শামীমকে ৩শ, প্রকাশ্যে ধুমপান করাই ১শ ও মোটরসাইকেল আরোহীকে ৩শ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন সরোজগঞ্জ ক্যাম্পের এএসআই বেলালসহ সঙ্গীয় ফোর্স।