গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী বাজার থেকে ২০ বোতল ফেনসিডিলসহ আলী হোসেন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে বামন্দী বাসস্ট্যান্ডের অদূরবর্তী প্রধান সড়ক থেকে বামন্দী পুলিশ ক্যাম্পের একটি দল তাকে গ্রেফতার করে। আলী হোসেন এ উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদি বহুলপাড়ার কাবের উদ্দীনের ছেলে। গাংনী থানা সূত্রে জানা গেছে, নিজ গ্রামের পার্শ্ববর্তী একটি গ্রাম থেকে ফেনসিডিল নিয়ে ইজিবাইকযোগে বামন্দী পৌঁছায় আলী হোসেন। ফেনসিডিল পাচারের বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পুলিশ। বামন্দী বাসস্ট্যান্ডে ইজিবাইক থেকে নেমে পড়েন আলী। বাজার করা একটি ব্যাগ হাতে করে হাঁটতে শুরু করেন। মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে জামান ফিলিং স্টেশনের কাছাকাছি পৌঁছায়। গন্তব্যে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিলেন। কিন্তু বাসে উঠার আগেই বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোস্তাক আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে আলী হোসেনকে ঘিরে ধরেন। এ সময় তার হাতে থাকা ব্যাগ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলী হোসেনের নামে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার আসামি হিসেবে আজ তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে। ফেনসিডিল দাতা ও গ্রহকারীর বিষয়ে আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।