গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার আযান গ্রামে গত মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে লিয়াকত আলীর স্ত্রী সামসুন্নাহার বেগম (৫০), মেয়ে নাজমা খাতুন (২৫) ও ছেলে সালাউদ্দীনকে (২০) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তথা গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্রে প্রকাশ, আযান গ্রামের তারাচাঁদের বাড়ির পাশে লিয়াকত আলীর মরিচক্ষেত রয়েছে। মঙ্গলবার ওই ক্ষেতের ফসল বিনষ্ট করে তারাচাঁদ ও তার পরিবারের লোকজন। ফসল ক্ষতির প্রতিবাদ করেন লিয়াকত আলীর পরিবারের সদস্যরা। এ নিয়ে দুই পরিবারের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা বাধে। মঙ্গলবার রাতে লিয়াকত আলী পরিবার-পরিজন নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় তারাচাঁদ পক্ষের লোকজন তাদের ওপর হামলা করে। লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হন আহতরা। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন আহতরা।