কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে করণীয় শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।
আলো স্বেচ্ছাসেবী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফিরোজ আহম্মেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাহাদুর শেখ, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম নান্নু, সমবায় কর্মকর্তা বেনজির আহম্মেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল হক, বিআরডিবি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, মিরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কাঞ্চন কুমার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তল। অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, বাবলু রঞ্জন বিশ্বাস, সাবেক আহ্বায়ক হুমায়ন কবীর হিমু, যুগ্মসাধারণ সম্পাদক মারফত আফরিদি, সদস্য আব্দুল মজিদ জোয়ার্দ্দার, জমির উদ্দিন, সাংবাদিক জাহিদ হাসান, মিরপুর পৌর কমিশনার আশরাফুল গনি, জাহিদ হাসান প্রমুখ। কর্মশালায় ৩৫ জন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।