কার্পাসডাঙ্গা প্রতিনিধ: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় প্রীতি ফুটবলে কার্পাসডাঙ্গা একাদশ জয়ী হয়েছে। কার্পাসডাঙ্গা একাদশ সাড়াবাড়িয়া একাদশকে পরাজিত করে। গতকাল বুধবার বিকেল ৪টায় কার্পাসডাঙ্গা ফুটবলমাঠে অনুষ্ঠিত খেলায় কার্পাসডাঙ্গা একাদশ ৪-১ গোলে উপজেলার সাড়াবাড়িয়া একাদশকে পরাজিত করে। কার্পাসডাঙ্গা একাদশের পক্ষে সাজ্জাদ হোসেন ২টি এবং বাবু ও বড় খোকা ১টি করে গোল করেন। পরাজিত দলের পক্ষে একমাত্র গোলটি করেন শাওন। খেলাটি পরিচালনা করেন মো. রফিক, সেলিম হোসেন ও নাইম। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন সাজ্জাদ হোসেন। খেলাটি শ শ দশর্ক উপভোগ করে।