আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা জামে মসজিদের দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে দ্বিতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, অফিসার ইনচার্জ আকরাম হোসেন, ওসি (তদন্ত) লুৎফুল কবির, মোয়াজ্জিন রুহুল আমীন, তাইজেল আলী, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ক্রমবর্ধমান মুসল্লিদের মসজিদে আগমনের প্রেক্ষিতে আলমডাঙ্গা থানা জামে মসজিদের দ্বিতল ভবন নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। থানা অফিসার ইনচাজ আকরাম হোসেনের একান্ত প্রচেষ্টায় মসজিদটির দ্বিতল ভবন নির্মাণ কাজ এগিয়ে চলেছে।