স্টাফ রির্পোটার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. আবদুল ওহাব মল্লিকের ২য় মৃত্যুবার্ষিকী আজ। বিশিষ্ট এই রাজনীতিবিদ বিএনপি নেতা সাবেক পিপি আব্দুল ওহাব মল্লিক ২০১৫ সালের এই দিনে মারা যান। মরহুমের স্ত্রী চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রদীপন বিদ্যাপীঠের অধ্যক্ষ নূর-ই-আলম মোর্শেদা জানান, চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রয়াত এ নেতার মৃত্যুবাষির্কী উপলক্ষে পারিবিারিকভাবে চুয়াডাঙ্গা সিনেমাহলপাড়াস্থ নিজ বাড়ির অদূরবর্তী বায়তুল মামু’র জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ আছর এ মিলাদ মাহফিলে সকলকে শরিক হওয়ার অনুরোধ জানিয়েছেন নূর-ই-আলম মোর্শেদাসহ পরিবারের সদস্যরা।