আহাদ আলী মোল্লা
নিম্নমানের ইট দিয়ে হয়
বাগদারি এক রাস্তা,
কিন্তু তাতে নেই কারোরই
তিল পরিমাণ আস্থা।
বললে করেন থোড়ায় কেয়ার
মূল কথা নেই গোড়ায় কেয়ার
ভোগিজোগির মামা;
যেমন তেমন সড়ক বানান
পেটটা করেন ধামা।
কর্তা আসেন মাঝে মাঝে
চামচা ক্যাডার আনি ভাজে
নজরদারি তদারকির
নেই তো মোটে খোঁজ;
দেখবে যারা আলমোটে খায়
তারাই ভুরিভোজ।
তাই সকলের মাথায় হাত
গ্রামবাসীরা কুপোকাত।
সূত্র: (চুয়াডাঙ্গার যদুপুরে নিম্নমানের ইটে রাস্তা নির্মাণ)