স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ছেলে স¤্রাট ফিজআপ চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় ৩৬ জনের একজন হয়েছে। খুলনা বিভাগের ১০ জনের একজন হয়ে ঢাকার টিকেট পাওয়ার পর গত পরশু চ্যানেল আইয়ে সারাদেশের ১৮০ জনের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় স¤্রাট ‘সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি-না আমি জানি না……. গানটি গেয়ে বিচারকদের দৃষ্টি কাড়ে।
চুয়াডাঙ্গা পৌর কলেজপাড়ার আব্দুল খালেক লিটনের ছেলে স¤্রাট শিশুকাল থেকেই সঙ্গীত চর্চা করে আসছে। জেলার সঙ্গীতাঙ্গনে ইতোমধ্যেই পরিচিত হয়ে উঠেছে। এবারের সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথমে খুলনা বিভাগের তিনশতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে ১০ জনের একজন হয়। এবার দেশের সবক’টা বিভাগের মোট ১৮০ জনের মধ্যে গান গেয়ে ৩৬ জনের মধ্যে পৌঁছে গেছে। প্রতিযোগিতার এ পর্ব আসন্ন ঈদুল আজহার আগেই চ্যানেল আইয়ে সম্প্রচার করা হবে।