দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কোমরপুরস্থ রেডব্রিক্স সংলগ্ন বাঁশঝাড়ের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি রিভালবার উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন বাবু ও এসআই আমজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওই সচল রিভালবারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ওই ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।