চুয়াডাঙ্গা গড়াইটুপির খোকা বিধবার ঘরে ঢুকে গ্যাঁড়াকলে

 

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি খালেরধার পাড়ার আবুছদ্দীন ওরফে খোকা বিধবার ঘরে ঢুকে পড়েছেন গ্যাঁড়াকলে। ঘটনা ধামাচাপা দিতে হুমকি ধামকি এবং শুরু করেছে দৌড়ঝাপ। বিষয়টি এখন গড়াইটুপি ইউনিয়ন এলাকায় টপ অফ দি ইউনিয়নে পরিণত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গড়াইটুপি গ্রামের খালেরধার পাড়ার রিয়াজ উদ্দীনের ছেলে আ.লীগ নেতা গড়াইটুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুতসাহি সদস্য নবছদ্দীন ওরফে খোকা ২ বছর ধরে প্রতিবেশী জনৈক এক বিধবার দারিদ্র্যতার সুযোগ নিয়ে লেনদেন গড়ে তোলেন। বিষয়টি ভালোভাবে নেয়নি প্রতিবেশীরা। গত সোমবার রাত ১১টার দিকে নবিছদ্দীন ওই বিধবার ঘরে ঢুকলে বেরশিক জনগণ ওত পেতে থাকে। লোকজনের উপস্থিতি টেরপেয়ে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ে। সকালে এনিয়ে বিধবার বাড়িতে ভিড় জমাতে থাকে বেরশিক জনতা। এ ব্যাপারে বিধবা বলেন, তিনি ১০ কাঠা জমি দিয়ে আমাকে বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে আসছেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও কাজের কাজ কিছুই করেননি নবিছদ্দীন। এ বিষয়ে নবিছদ্দীন বলেন, ওই বিধবার সাথে আমার আর্থিক লেনদেন আছে তাই সময়ে অসময়ে তার বাড়িতে যেতে হয়। যা শুনছেন সব ষড়যন্ত্র। মিথ্যা ও ভিত্তীহিন। বিষয়টি বাদ দেন পরে আপনার সাথে দেখা করছি।