মেহেরপুরের মুজিবনগর সাবেক সেনাসদস্য লাতিফের গার্ড অব অনার সহ দাফন

 

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার দরিয়াপুর গ্রামের সাবেক সেনা সদস্য আব্দুল লতিফ আর নেই (ইন্নালিল্লাহে…রাজেউন)। গতকাল সোমবার সকাল ৯টায় ঢাকা চিকিৎসা নেয়ার পথে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৬৫) বছর। তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে দারিয়াপুর ইউনিয়ন পরিষেদ চত্বরে যশোর সেনানিবাসের চৌকুশ একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

ওই সময় সোখানে উপস্থিত থেকে গার্ড অপ অনার প্রদান করেন যশোর সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন, মুজিবনগর সৈনিক সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আহসান আলী খাঁনসহ মুজিবনগর সৈনিক সংস্থার সদস্যবৃন্দ প্রমুখ। গতকাল সন্ধ্যা রাতে তার লাশ দারিয়াপুর কবরস্থানে দাফন করা হয়েছে।