হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলা হাসাদাহ ইউনিয়নের কাটাপোল গ্রামে সাপের দংশনে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে জীবননগর উপজেলা কাটাপোল গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ছকিনা বেগম (৭০) নিজ ঘরে মশারির মধ্যে ঘুমন্ত অবস্থায় সাপের দংশনের শিকার হন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত উদ্ধার করে গ্রাম্য কবিরাজের কাছে নেয়। ঝাড়ফুঁক দিয়ে বাঁচানোর চেষ্টা করেন কবিরাজ। অবশেষে স্থানীয় কবিরাজের কাছে চিকিৎসাধীন অবস্থায় ছকিনা বেগমের মৃত্যু হয়।
মৃত্যুর কারণ সম্পর্কে ছকিনা বেগমের ছেলরা বলেন, আমরা আমার মায়ের চিৎকার শুনে দ্রুত মায়ের কাছে ছুটে গিয়ে দেখি মায়ের মশারির মধ্য একটা বিষধর সাপ রয়েছে। তাৎক্ষণিক মাকে উদ্ধার করে কবিরাজের কাছে নিয়ে যায়। পরে ঝাড়ফুঁক দেয়া কালিন সময়ে কবিরাজ বলেন, তোমার মাকে সাপে দংশন করেছে। আমার কাছে নিয়ে আসার আগেই তিনি মারা যান। পরে রোববার দুপুরে স্থানীয় পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন কাজ সম্পন্ন করা হয়।