জমিজমা সংক্রান্ত পাল্টাপাল্টি ২ মামলার এক্পক্ষের বাদী ও তার স্ত্রীসহ উভয়পক্ষের ৩ জনকে আটক

 

আলমডাঙ্গা ব্যুরো: জমিজমা সংক্রান্ত পাল্টাপাল্টি ২ মামলার একপক্ষের বাদী ও তার স্ত্রীসহ উভয়পক্ষের ৩ জনকে আটক করেছে পুলিশ। সম্প্রতি জমিজমা সংক্রান্ত জটিলতায় আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের মৃত কলিম উদ্দীন মণ্ডলের ছেলে মনোহর হোসেন বাদী হয়ে আদালতে প্রতিপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আসামি করা হয় প্রতিপক্ষ একই গ্রামের আব্দুল বারেক, সিরাজ উদ্দীন ও মওলা নামের ৩ কৃষককে।

অন্যদিকে, একই গ্রামের মৃত সকির উদ্দীনের ছেলে আদালতে প্রতিপক্ষের বিরুদ্ধে পালটা লিখিত অভিযোগ দায়ের করেন। এ মামলায় আসামি করা হয় প্রতিপক্ষের মামলার বাদী মনোহর আলী ও তার স্ত্রী আসমানী খাতুনকে। বিজ্ঞ আদালত আলমডাঙ্গা থানা পুলিশকে নির্দেশ দেন মামলা দুটি এজাহারভুক্ত করতে। নির্দেশ মোতাবেক থানা পুলিশ উভয়পক্ষের অভিযোগ এজাহারভুক্ত করে। এরপর একপক্ষের বাদী মনোহর হোসেন ও তার স্ত্রী আসমা খাতুনকে এবং অপরপক্ষের আসামি সিরাজ উদ্দীনকে গ্রেফতার করেছেন গত ১৪ আগস্ট রাতে। তাদের তিনজনকেই গতকাল জেলহাজতে সোপর্দ করা হয়েছে।