স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শান্তিপাড়া স্কুলমোড়ে মনোহারি দোকানি ও বিবাহিতা স্কুলছাত্রীর মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছে। স্কুলছাত্রীর অভিযোগ দোকানি খোকন ম-ল তাকে ডেকে নিয়ে হাত ধরে শ্লীলতাহানি করে। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা স্বামীকে জানালে স্বামী প্রতিবাদ জানায়। দোকানি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ তুলে সদর থানায় নালিশ করে। এরপর স্কুলছাত্রীও সদর থানায় দোকানির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলে নালিশ করে বিচার প্রার্থনা করেছে। দু পক্ষের পাল্টাপাল্টি নালিশে এলাকায় উত্তেজনা দানা বেধেছে।