কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে বিথি খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের মোহনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিথি ওই এলাকার কৃষক বারিক আলীর মেয়ে। স্থানীয়রা জানান, সকালে বাড়ির পার্শ্বে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে তার মা। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুল ইসলাম জানান, হসপিটালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।