স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার রাজুকে (২৭) পাকড়াও করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার দুপুরে তাকে জেলা শহরের পৌর কলেজপাড়ার ছাগল খামারের নিকট থেকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহর ও শহরতলির অধিকাংশ মহল্লায় উঠতি বয়সীদের মধ্যে মারণনেশা ইয়াবার কালোথাবা ভয়াবহ রূপ ধারণ করেছে। পুলিশও ইয়াবা সেবীদের ধরে আইনে সোপর্দ করার বিশেষ উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গতকাল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ছাগল খামারের নিকট অভিযান চালিয়ে রাজুকে ১০ পিস ইয়াবাসহ আটক করে। সে দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার মহিউদ্দীনের ছেলে। কদিন আগে একই পাড়ার আরও একজন ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়ে।