আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী শালিকা গ্রামের আনোয়ারা বেগম (৫৫) অল্পের জন্য প্রাণ রক্ষা পেলো। আসমানখালী শালিকা গ্রামের মৃত্যু সফি উদ্দীনের স্ত্রী আনোয়ারা বেগম গতপরশু রোববার মেহেরপুর গাংনী উপজেলার শালদহ গ্রামে তার বোনের শশুর অসুস্থকে দেখে গতকাল শনিবার শালদহ গ্রাম থেকে ভটভটি গাড়িযোগে নিজ বাড়ির উদ্দেশ্য রওনা হন। গাংনী উপজেলার হেমায়েতপুর বাজারের সাড়ে ১২টার দিকে পৌঁছুলে তার বোরকা গাড়ির চাকার সাথে জড়িয়ে যায় এবং সে গাড়ি থেকে পিচ রাস্তার ওপরে পরে মাথা ফেটে যায় চাকায় পিষ্ট হয়ে তার ডান পা ভেঙে যায়। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।