ভূমি খাদক
জমি খাদক ভূমি খাদক
যারা খাদক বালু
ওরা ভীষণ চালু
কায়দা করে খাতির জমায়
নেয় পাতিয়ে খালু।
আইন কানুন কেয়ার থোড়ায়
কারণ হলো গলদ গোড়ায়
তাইতো মাটি কাটছে
কে আর এসব ঘাটছে।
তবে সেদিন হঠাত দেখি
প্রশাসনের লোকরা এ কী
ধরা খেলেন বাবু;
জরিমানার টাকা গুনে
হলেন কাহিল কাবু।
আহা রে বেশ বেশ
বালু কাটা শেষ?
সূত্র: (মেহেরপুর পিরোজপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন)