দলীয়প্রধানের পদও হারাচ্ছেন নওয়াজ
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের নির্বাচন কমিশন বা ইসিপি ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ এনের প্রধানের পদ থেকে নওয়াজ শরিফকে সরিয়ে দেয়ার জন্য গত মঙ্গলবার নির্দেশ দিয়েছে। ইসিপির নির্দেশে বলা হয়েছে, পাকিস্তানের রাজনৈতিক দলবিধি ২০০২ অনুযায়ী অযোগ্য ঘোষিত ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করতে পারেন না। পানামা পেপারস নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশও এতে তুলে ধরা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর জন্য নওয়াজের প্রতি নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া পিএমএল-এনের গঠনতন্ত্রের ১৫ বিধিও তুলে ধরেছে ইসিপি। দলীয় সভাপতির পদ খালি হলে সাতদিনের মধ্যে তা পূরণ করার কথা এ বিধিতে বলা হয়েছে। পিএমএল-এনকে নতুন দলীয় প্রধান নির্বাচন করে তা ইসিপিকে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে।
চীনে শক্তিশালী ভূমিকম্পে ২৪ জনের প্রাণহানি
মাথাভাঙ্গা মনিটর: চীনে রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ২৪ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন শতাধিক। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ১৯ মিনিটে বাংলাদেশ সময় ৭টা ১৯ মিনিট দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এ ভূমিকম্প অনুভূত হয়। চীনা ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টারের (সিইএনসি) এক বিবৃতির বরাতে এ খবর জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া। সিইএনসির বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পটির কেন্দ্রের অবস্থান ছিলো ৩৩ দশকি ২ ডিগ্রি অক্ষাংশ এবং ১০৩ দশমিক ৮২ ডিগ্রি দ্রাঘিমাংশ। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২০ কিলোমিটার অভ্যন্তরে। এতে ২৪ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিবৃতিতে বলা হয়।
পাকিস্তানে জঙ্গি হামলায় মেজরসহ ৪ সেনা নিহত
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল বুধবার গুলি বিনিময়ের ঘটনায় একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা ও তিন সৈন্য নিহত হয়েছে। পাকিস্তান সেনা বাহিনী এ কথা জানিয়েছে। সেনা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে সেনা সদস্যরা দেশটির খাইবারপাখতুন খোয়া প্রদেশের আপার ডির জেলায় জঙ্গি আস্তানায় হামলা চালায়। এ সময়ে জঙ্গিরাও পাল্টা হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, এক পর্যায়ে আস্তানায় থাকা দুজন আত্মঘাতী জঙ্গির একজন শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। অপরজন গুলিতে প্রাণ হারায়। এছাড়া সেনাসদস্যরা অপর এক জঙ্গিকে আটক করে। জঙ্গি কর্মকাণ্ড বানচালের এ অভিযানে একজন সেনা কর্মকর্তা ও তিন সৈন্য প্রাণ হারায়। নিহতরা হচ্ছেন মেজর আলি সালমান, হাবিলদার গুলাম নাজির, হাবিলদার আখতার ও সিপাহী আবদুল করিম। কোন গ্রুপই এ ঘটনায় জড়িত থাকা নিয়ে কোন বিবৃতি দেয়নি।
বিবিসির লাইভে পর্নো ছবি
মাথাভাঙ্গা মনিটর: বিবিসির খবর নিয়ে রাত ১০টায় হাজির সংবাদ উপস্থাপক সোফি রাওয়ার্থ। তার পেছনে লাইভ নিউজ রুম। কম্পিউটারে বসে কাজ করছেন অনেকেই। খবর পড়ার সময় সোফির পেছনে নিউজ রুমে এক কর্মীর কম্পিউটারে হঠাত করে ‘পর্নো ভিডিও’ চালু হয়ে যায়। খবরের সাথে সাথে সেই দৃশ্যও দেখে ফেলেন লাখো দর্শক। হাফিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গত সোমবার রাত ১০টায় বিবিসির ‘নিউজ অ্যাট টেন’-এ এই ঘটনা ঘটে। লন্ডনে বিবিসির ব্রডকাস্টিং হাউস থেকে সে সময় ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ডের জয়ের খবর দেখানো হচ্ছিলো। প্রতিবেদনে বলা হয়, বিবিসির ওই পর্নো দৃশ্যসহ খবরটি প্রায় ৩৮ লাখ দর্শক দেখেছেন। অনেকে বিষয়টি নিয়ে টুইটও করেছেন। পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। টুইট বার্তায় একজন লিখেছেন, ‘বিবিসি নিউজে সংবাদ উপস্থাপক খবর পড়ার সময় কেনো পর্নো ভিডিও চালু করা হলো?