বার্সার বিরুদ্ধে ফিফায় নালিশ করবেন নেইমার!

 

মাথাভাঙ্গা মনিটর: সদ্যই ২২২ মিলিয়ন ইউরো বাই আউট ক্লজ মিটিয়ে বার্সেলোনা থেকে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন নেইমার। এই দল বদল নিয়ে জল তো আর কম ঘোলা হয়নি। তবে এবার নতুন এক বিতর্ক উস্কে দিয়েছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। সদ্য সাবেক ক্লাবের বিরুদ্ধে তার প্রাপ্য বোনাস না দেয়ার অভিযোগ তুলেছেন তিনি। আর এ নিয়ে বার্সা যদি সঠিক কোনো সমাধানে না আসে, তাহলে ফিফার দ্বারস্থ হওয়ারও হুশিয়ারি দিয়েছেন নেইমার। স্পেনে তার খুব কাছের একটি সূত্র থেকে খবর- ব্যাপারটি ‘খুব বাজে’ লেগেছে বিশ্ব ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলারের।

এদিকে বার্সেলোনা অবশ্য সাফ জানিয়ে দিয়েছেন ওই বোনাসের টাকা নেইমারের বাবার হাতে তুলে দেয়া হবে না। দলটির এক মুখপাত্র  জানায়, বার্সার সঙ্গে শেষবার  চুক্তি নবায়নের পর ২৬ মিলিয়ন ইউরোর একটি বোনাসের ব্যাপার যুক্ত ছিলো। এটি নেইমারের বাবার পাওয়ার কথা। তবে তিনটি শর্ত লঙ্ঘন করায় এই বোনাস আর নেইমারের বাবাকে দেয়া হবে না। ওই মুখপাত্র বলেন, ‘ক্লাব নেইমারের বাবাকে এই বোনাস দেবে না।’ কেন? তিনটি শর্তের কথা উল্লেখ করেন তিনি। বোনাস পাওয়ার যোগ্য হওয়ার সময়ের আগে খেলোয়াড় অন্য কোনো ক্লাবে যাওয়ার জন্য আলোচনায় যেতে পারবেন না। খেলোয়াড়কে তার চুক্তি সম্পূর্ণ করার ইচ্ছে প্রকাশের প্রমাণ রাখতে হবে। আর এই বোনাস ১ সেপ্টেম্বরের আগে মিলবে না। যেটি ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার সময়। তিন শর্তের কোনোটাই নেইমার পূরণ করেননি। তারপরও বাবার এতো বড় ক্ষতি কিভাবে মেনে নেবেন তিনি! দেখা যাক শেষ পর্যন্ত এই বিষয় নিয়ে ফিফার দরজায় তিনি কড়া নাড়েন কি-না। আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় এখনও ফিফা কিছু জানায়নি।